কাশ্মীর যেদিন মুক্ত হবে, হে প্রিয়তমা!
তোমাকে নিয়ে যাবো ডাল-হ্রদে
হাউসবোটে শর্বরী যাপন
স্নো ফল আর শুভ্র বরফের পাহাড় ছুঁয়ে
সোনমার্গে গুনবো তাসবি-দানা।
প্রজন্ম থেকে প্রজন্মকে
জানাবে উমার ইবনুল খাত্তাব
থেকে সালাহউদ্দীন-এর ফিলিস্তিন
ইহুদিরদলের পাওনা চুকিয়ে
অন্তরীক্ষে বোনা আল কুদসে মাথা ঠেকিয়ে
সিজদাহ-এর স্বাদ পেতে চাওয়ার তীব্র বাসনা।