ছেড়ে যাবার সময়
সমুদ্রের কল্লোলে অনুভূতিশীল আকাশ মিশে
আরো কিছুক্ষণ থেকে যাওয়ার বার্তা।
রক্তাভ সমুদ্দুর, ঝিনুকের বিচ
সারি ঝাউবন, রাত্রির সাগর গর্জন
ত্রিমোহনায় এক কাপ রঙ চা
কিংবা গঙ্গামতির কফি
স্মৃতির ধোঁয়া অন্তর্লীন,
বারে বারে ফিরে আসুক
একই সাথে সাগর পারে দাঁড়িয়ে
সূর্যাস্ত দেখার দিন।