আমাদের আবার দেখা হবে
বিশাল নীল দিগন্তের তলে
তোমার হাসি সেদিন ছুঁয়ে যাবে
কমপক্ষে চল্লিশটা বছরকে।
কাঁপাকাপাঁ আঙুল চেষ্টা করবে তোমাকে ছোঁয়ার
চিনে নিবে সেই পুরোনো নিঃশ্বাস
যা ছিল রিক্ত ও কোমল
যা ছিল একদিন নিঃশব্দ বেদনায় ডুবানো।
আমি ঠিকই চিনে নিব
তোমার হৃদকম্পনের ছন্দ
আহা প্রেমেপূর্ণ সেই স্পন্দন!

নীরবতার চিৎকারেরা–
তাদের ভাষা খুঁজে পাবে অবশেষে,
সকল জনাকীর্ণতা থেকে মুক্ত এই ধরায়
আজ শুধু তুমি আর আমি
ঠিক আদম হাওয়ার মতোই।

সেদিন আমায় সঙ্গ দিবে
তোমার নিখুঁত ভালোবাসা
আর তারার মতো জ্বলজ্বলে প্রেম।

আমি সেদিনটির অপেক্ষায় আছি প্রিয়তমা
সে আশা ঘিরেই তো শুরু আমাদের পথচলা
জান্নাত যখন অকল্পনীয় নয়–
অশ্রুর ফোঁটার মতোই বাস্তব।

জমে থাকা শব্দহীন কথা শত
প্রকাশে ভাষারা আজ না হয় পরাজিত,
কিন্তু সেদিনটি শীঘ্রই আসবে
যেদিন শব্দহীন অনুভূতিরা চিৎকার করে
জানান দিবে তোমাকে
তাদের অনুভূত সকল অনুভব

আমাদের আবার দেখা হবে
আমাদের শীঘ্রই আবার দেখা হবে।