একান্ত নিজের বলে যে বিষয়টা থাকে
সেটা কি সবারই থাকে?
আচ্ছা সেটা দেখলে কেমন, অনুভবে কেমন
বোধ হয়? ; থাকলে কেমন লাগে?
যতটা অপেক্ষাতে চরে প্লাবন জাগে?
একটা মানুষ, যাকে সে ভাবতে চায়
একান্তই নিজের একটা মানুষ
সে কি কখনও হয় তেমন?
না কি মরে গেলেই শোক শেষে অন্য কুঁড়ে বাসা বাঁধে?
যার জন্যে নিজেকে ভুলে যাওয়া
মনের জমিন সবটুকু দিয়ে, হয়ে যাওয়া ভূমিহীন
যদি কোনোদিন,
দেখো সব আছে তবুও তুমি শুধু তোমার?
তোমার অনুভূতিগুলো ছিল একান্তই তোমার অনুভূতি?
জানবে সেদিন,
কতটা প্লাবন শেষে বুকে চর জাগে।