তুমি ডিপ্রেশনের রোগী
তোমার কান্নায় কালো চাঁদ
তুমি হারামে আরাম খুঁজে বেড়িয়ে
হতাশায় শেষরাত।
আলোর মরীচিকায়
তুমি হাতড়াচ্ছো অন্ধকার
কালো চাঁদ ঢেকে নিলে
তুমি বদ্ধ ঘরে পুড়ে ছারখার।
আর কত রাত পেরিয়ে
ভোর হলে
নষ্ট-মনের গলা টিপে ধরে
ফিরে আসবে আলোর দিকে
যে আলোয়
তোমার চোখের পানি ভিজবে ছলছল
ঠেকিয়ে মাথা তোমার, রবের কুদরতি পায়
পাবে নিজ অস্তিত্বের পরিচয়
শান্তি তো সে আবদিয়াত ছাড়া
ভিন্ন কিছুতে নয়।