সৌন্দর্য? সে তো তুমি!
বাকি যা কিছু—তোমারই ছিটেফোঁটা।
নাগারকোটের নৈসর্গিকতা, আজন্ম প্রশান্তি
পাহাড়ের বুক জুড়ে থাকা নিস্তব্ধতা
কালিনচকে স্পর্শিত হিম শীতলতা
দেখা হওয়া বরফের মুকুট পরা হিমালয়ের সাথে
যেখানে পাহাড়ের কপালে ঠেকে যায় আকাশ
আমার মোলাকাত হয় তোমার রুচি আর সুনীল মননশীলতার।
আমি তোমাকে ভাবি
ভেবে যাই–
সৌন্দর্য যদি এতটা নিখুঁত হয়
তবে তোমার উপমা কী? ইয়া রব!


নাগারকোট, নেপাল। ২৮.০১.২০২৫ খ্রি.।