শূন্য কাঁকন
রাশেদুল উকাশা
.
এই যে নদী ডাকছে আমায়,
ঢেউগুলি তার সাথে।
ইচ্ছে নদীর কাব্যগাথার -
দুঃখ তারি রথে।

কি আর হবে নদীর সাথে,
নদীর ভাষা বুঝে,
বুঝবে যে জন, ভীষণ ব্যস্ত
জীবন যুদ্ধ, যুঝে।

নদীর কাছেই রইলো আমার
এক আকাশের ভার।
নদী'ই জানে, নদী'ই বোঝে,
আমার হাহাকার।

আমার নদী উঠলো ক্ষেপে,
দুকূল ভরা বান।
আমার নদীর মান ভেঙ্গেছে,
আঁধার অবসান!

আমার নদীর বক্ষভরা,
অতল ইতিহাস।
শূন্য কাঁকন রিক্ত স্বরে,
শুনায় বারোমাস।

এই নদীকে বাধা দিবে?
আর কোরো না ভুল!
এই নদীটা উতল হলে,
আকাশ অপ্রতুল!