অদৃশ্য মোহর
রাশেদুল উকাশা
ক্ষিপ্র অশ্বের মতোই জেদি তোমার প্রণয়,
হও প্রণত কিছুটা মেলে দেয়া জীবনের কাছে।
অবিরল অন্বেষনেও,
যায়না পাওয়া জীবনের মানে ততটা।
অদেখা ভুবনের মত যতটা
তোমার লুকানো মনে দাবানল গেড়েছে বসত,
ঐরাবতের মতো মত্ত ঝটিকায়।
যেনো সুবেশী অতিথী সে, নিমন্ত্রিত ।
কখনো হয়নি দেখা তোমার-
স্মৃতিময় অন্তঃস্রোতের নিঝ্ঝুম শ্রাবন মগ্নতা,
রৌদ্রভাসিত পথের ঘোর লাগা দুপুর,
ভীষণ জীবনময় স্বপ্নাচ্ছন্ন সে পথে হাঁটোনি কভু,
অদৃশ্য মোহরেই তুমি ব্যাকুল ক্রমাগত ।
তবু যখন প্রানের কলরব সব মহাশ্চর্য মেঘ হয়ে-
বিপুল বিভঙ্গে ভাষা পায় আমার আকাশে,
আসক্তির জেদি অশ্ব তখনো তোমার রক্তে তোলে তুফান।
ভেবেছি হৃদয়ের পরিশীলিত মনভূমি কর্ষণে
তুমি মগ্ন সারাক্ষণ,
আমার নির্বান্ধব বোধে,
ক্ষুধার্ত নেকড়ের বিপন্নতা ভর করে,
হারিয়েছি সব।
অবোধ বালকের সান্ধ্যভাষা না বোঝার মতো
এখন কেবলই খুঁজে ফিরি-
আমার বানভাসি ভালোবাসার নদী,
ধানসিঁড়ি!