যেই ছবিটা যায়না আঁকা
রাশেদুল উকাশা
.
কাল ঝটিকা,
রচিল মোর
দূর লিপিকা।
তার কথিকা,
উঠলো নেচে
জীবন্তিকা ।
তোমায় দেখা,
নয়ন জলে
দুঃখ লেখা।
সুখের রেখা,
দূরের স্বজন
মুখটি ঢাকা,
পথ যে বাঁকা।
দিনের আলোয়
রাতের ধোঁকা।
বঁধুর পাখা,
উড়লো মেলে
যায়না রোখা।
রাজার কাকা,
নগর ফাঁকা
করছে কা কা।
যায়না আঁকা
বিমূর্ত তার
হৃদয় ঢাকা।
আমিই বোকা,
ভাবছি, 'মানুষ'
সবাই বোকা!