তুমি হাসলেই বৃষ্টি হবে স্মৃতিময় চেনা পথে,
স্মৃতিসঞ্চারী বৃষ্টি আজ চেপেছে তোমার রথে।
কদম্ব বনে বৃষ্টিরেণু স্মৃতিতে কাহার ছায়া?
বেদুঈন স্মৃতি আবার এঁকেছে বৃষ্টির আবছায়া।

বৃষ্টিতে ছিল লগ্ন শুভ সংকোচও ম্রিয়মান,
নিবিড় হৃদয় অর্গল খুলে ভুলে সব অভিমান।
অভিমান তবু যায়না ভোলা বৃষ্টিতে এলোমেলো,
শ্রাবণের ঢল বুকের ভিতর করে শুধু টলমল।

দূরের পথিক ভুলেছে এবার গহীন পরাণভূমি,
শ্রাবণ ভেজা উদাস দুপুর শুধু বলো কার তুমি?
আকাশে ঠিকানা পাইনি খুঁজে বৃষ্টি, তুমি জান?
কাজল চোখের  অতল গভীরে বৃষ্টি, তুমি শোন।

বৃষ্টি নেমেছে পৃথিবী জুড়েই শোন বৃষ্টির গান,
নীরব আঁধারে সজল আঁখি বহে স্মৃতি অম্লান।