যখন সততার বুকে ঘুন চেপে বসেছে
সুন্দরের গায়ে জমেছে কালো মেঘের ছায়া-
বিশ্বাসের খুটি যখন নড়বড়ে,
হতাশা যখন,সমাজের মসৃন জমিতে
বহুতল বিশিষ্ট ফাউন্ডেশন গড়েছে,
যখন সবত্রই অন্ধকারের তান্ডব নৃত্য দেখেছি
তখনই- কে যেন ভেতর থেকে বলল -
না-
সততা মরেনি...!!
সুন্দর আপন সৌন্দর্যে জাগ্রত
বিশ্বাস হিমালয়ের মত অটুট
হতাশা বলতে কিছুই নেই!
পৃথিবীর যা কিছু সুন্দর ও প্রেরনার-
যা কিছু ভালো তা মরতে পারে না...!!
আমি সে প্রমাণ পেয়েছি।