জানি ফুল গাছ থেকে জন্ম-
তবু এক সময় গাছ থেকে ঝরে যায়...
মরে না..!
শুধু ঝরে যায়..
মানিয়ে যায় কারো না কারো হাতে।
সুখের প্রচন্ড তাপে
শুকিয়ে নেয় নিজের ক্ষতটুকু কে।
ক্ষনিকের সুখে গা ভাসিয়ে;
এক সময় ভুলে যায় শিঁকড়ের কথা।
অন্যের শরীরে নিজে পরবাসী!
ভুলে যায় এক সময় সে কথাও।
আগাছার মত জীবনে-
খুঁজে পেতে চায় জীবনের স্বার্থকতা
জীবনের সত্যতা অস্বীকার করে-
পথ চলার প্রয়াসে রাখা হয় হাত হাতে
ভুলে যায় সব লেনাদেনা
জীবনের সমস্ত আয়োজন।।
রচনাকাল
২৬ এপ্রিল ২০১০ ইং