জীবনে কখনো পাখি হওয়ার স্বাদ ছিল না...
ছিল শুধু এক মুঠো অন্নে বেচে থাকা......
বেচে থাকবো সবার হাসি হয়ে....
এটাই ছিল সবার বিশ্বাস....
কিন্তু সবার হাসি মলিন করে...!!
আমার হাসিতেই আমি হাসলাম,
তবুও সবার এতটুকু দুঃখ ছিল না.....!!
প্রশ্ন শুধু একটাই ছিল,
ভালো আছিস তো....?
কারন আমিই সবার ভালো থাকা।
তাই কেন জানি আজকাল এই প্রশ্নটাই
আমার মনে প্রশ্ন করে বেড়ায়.....?!
কতটা ভালো রেখেছি তাদের....?
কতটা হেসেছি তাদের হয়ে...!
আমি আজ কাল কাহকেই বুঝাতে পারি না.....
আমার ও একটা পৃথিবী আছে-
আমার ও আছে পেনচিলে আকা মানচিত্র
যা পার হতেই সীমান্তের কাটা তারের বেড়া
আমাকে প্রতি ক্ষনে ক্ষনে রক্তাক্ত করে..!!
তাই আজ বড্ড পাখি হতে ইচ্ছে করে...
মনে হয় পাড়ি জমাই দূর থেকে দুরান্তে.....!!
যেখানে ক্লান্ত পথিক
অন্তত ক্লান্তি ঝরাতে পারে মনের আনন্দে.....!!