কতটা আপন ছিলে তুমি
কতটা গুরুত্ব ছিল তোমার-
বুঝিনি তার ছিলে কণাও।
ছায়ারমত থাকতে পাশে পাশে
শীতলতার চাদরে ঘিরে-
মাথার ছাদ বলে তুমিই ছিলে।
আজ বুঝতে পারছি,
ছায়া বিহীন রোদের তাপে
কতটা কষ্ট হত তোমার.....!
আজ বুজতে পারি,
বৃষ্টিতে আমাদের মাথায় ছাতা দিয়ে
শিলার আঘাতে কতটা কষ্ট পেতে তুমি....!
জানো বাবা-
কাছের মানুষ গুলো আজ এতটাই স্বার্থপর
যতটা পর হলে
বুকটায় ছিন ছিন করে ব্যথা হয়..!
একবার ফিরে এসো বাবা-
শুধু একবার ফিরে এসো....!!
আজ প্রচন্ড মনে পড়ছে তোমায়,
প্রচন্ড কান্না পাচ্ছে তোমার জন্য।
প্রচন্ড ইচ্ছে করছে
তোমার পা টা ছোয়ার জন্য,
প্রচন্ড ইচ্ছে করছে
তোমার মাথায় ছাতাটা ধরার জন্য।।