আলো স্বাভাবিকই ফর্সা
আর "আঁধারের" সেতো বলা লাগে না....!
কালো হবে নিশ্চয়-
আলোতে কতটুকু বা দেখা যায়...?
আলো সেতো অনেক টাই কালো....!
দেখা জিনিস ও ডেকে রাখে অনেক টা
আলো তে কি-ই বা দেখা যায়...
আলো সেতো ফর্সা সুন্দর-
আমি যা দেখি সবাই তা ই দেখে
সবাই আলো দেখে, আলোতে দেখে
আমি দেখি কালো- দেখি অন্ধকার...!
দেখি নিঃশব্দের কান্না-
দেখি আ ধারের
আলোতে কিছুই দেখা যায় না..
মিথ্যা- সব মিথ্যা, শুধু মিথ্যা দেখা যায়..
দেখা যায় না সত্যিকারের রূপ !
আলোতে দেখা যায়না অন্ধকার
দেখা যায় না অন্ধকারের হাসি-কান্না....!
তাই আমি আধার দেখি,
দেখি আঁধারে কাতরানো নিঃশব্দ কান্না।