আজ তোমার জন্মদিন।
কথাছিল গোলাপ হাতে তোমার সম্মুখে দাড়িয়ে শুভেচ্ছা জানাবার
ভালেবাসার পরশ মিশিয়ে তোমার তরে হাত দুটি বাড়াবার।
তবে নিয়তি তা হতে দেয়নি,
হতে দেইনি আমি।
তোমার অমৃত প্রেম সুধা হেমলক বিষ ভেবে প্রত্যাক্ষান করেছি আমি।
যার বিরহ দহনে আজ আমি কালো ছাই।
তবু ভুলিনি আমি,
ভুলিনি এ দিনটির কথা।
এ দিনে যে তুমি পদ্ম হয়ে ফুটেছিলে এ ধরনী বুকে,
পাখিরা কল-কাকলিতে মেতেছিল তোমার আগমনী সুখে।
সেদিন ডানা মেলে আকাশ রাঙিয়েছিল শতরাঙা প্রজাপতির দল।
সূর্যের প্রথম আলোয় প্রেম যজ্ঞে মেতেছিল পুকুরের ঘোলা জল।
আজ তারাদের মনে সুখ নেই,
মন মতানো সুবাস নেই পুষ্পকাননে।
পাখিদের কন্ঠে নেই সে কলতান,
তোমার আমার বিচ্ছেদ-বিরহে ওরাও যে নিষ্প্রাণ।
আজ তোমার জন্মদিন,
কি দেব তোমায়?
দেবার যে আর কিছু নাই।
আছে শুধু ছাই হওয়া হৃদয়ের আবেগ জড়ানো ভালোবাসা,
আছে তোমার কাছে ক্ষমা পাওয়ার অমার্জিত আশা।
আছে হারাবার অনুতাপ,
আছে বিরহের মুমূর্ষু বিলাপ।
আছে এই নির্জীব কবিতাখানি
আর দুটি শুভেচ্ছা বাণী -
শুভ জন্মদিন।
সুখে থেকো ফুলটুসি।