অনুভূতি গুলো আজ ভোতা হয়ে গ্যাছে,
তোমাকে নিয়ে কোন অনুভুতিই আর কাজ করে না।
চোখের জলের শেষ ফোটা টাও হয়ত শেষ,
তাই হয়তো তোমার বিয়োগে বুক ভাসে না আর।
চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে,
অর্ধবৃত্ত চাঁদটার মাঝে আর তোমায় দ্যাখে না।
তুমি নেই তাই দখিনা বাতাসে জানালার কঁপাট আর আছড়ে পড়ে না
পূর্ণিমা রাতে পুষ্কনি টা আর জল-জ্যোৎস্না খেলে না।
বহেনা দখিনা বাতাস,
আসেনা ফুলের সুভাস,
জ্বলে না জোনাকি,ডাকে না পাখি
আসেনা প্রেমময় সে অবকাশ।
মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে তকায়।
বাশবাগানে মটির উচু ডিভিটা চোখে পড়ে।
ছুটে যাই তোমার কাছে।
হাত রাখি তোমার মাথায়,
আর বলি-
এইতো আমি,তোমার পাশে,ভালোবেসে।
চোখের কোণে বিন্দু বিন্দু জল জমতে থাকে,
ঝরে পড়ার আগেই মুছে ফেলি।
ওটা জল নয়,
বিয়োগ অনুভূতি।