বিষম ব্যাথায় মরছে নিতাই
চরণে ফুটেছে কাঁটা,
পা ফুলে তার ঢোল হয়েছে
যাচ্ছে না তাই হাটা।
লোকের কথা শুনে পায়ে
দিচ্ছে গরম বালি,
চরণ ব্যাথায় মরছে তবু
মুখে গালাগালি-
কোন সে অধম হারামজাদা
রাখলি পথে কাঁটা
যদি কভু দেখা মেলে
মারবো মুড়ো-ঝাটা।
কোন কাজে তুই পথের মাঝে
রাখলি কাঁটা ফেলে?
বেদম-প্রহর দিতাম তোরে
একবার কাছে পেলে।
ওহে নিতাই সুধাই তোমায়
আমাই একটু বলো
রাস্তা-ঘাটে চোখ দুটো কি
পকেটে রেখে চলো?
রাস্তার মাঝে রেখেছে কাঁটা
অনুচিৎ কাজ বটে,
চক্ষু থাকতে অন্ধ হলে
এমনটাই তো ঘটে।
একটু দেখে চলতে যদি
ফুটতো না আর কাঁটা,
বিষম ব্যাথায় মরতে না আর
বাঁচত তোমার পা টা।