বহুবার ভেবেছি গৃহত্যাগী সন্ন্যাসী হব,
পরিবার ছেড়ে দুর-বহুদুর কোথাও পড়ে রব।
চলে যাব মায়ের উষ্ণ আচল ছেড়ে,
আমাকে নিয়ে বাবার দেখা স্বপ্ন নেব কেড়ে,
মুছে যাবে বোনের মুখে ভাই ভাই ডাকা,
বাঁচব সমাজ-সংসার ছেড়ে সম্পূর্ণ একা..


তবু পড়েআছি এখানে
মায়ের আচল, বাবার স্বপ্ন, বোনের ডাকাডাকি আছে যেখানে।
এখানে আছে এক টুকর রুটি চারভাগ করে খাবার ভালোবাসা,
আছে ব্যার্থতার মাঝে মায়ের চোখের বিবর্ণ আশা।
এখানে আছে শাসন,আছে বারন
আছে সামাজিকতার নীতি,
আছে হারাবার ভয়, আছে ঐক্যের জয়
আছে কিছু স্মৃতি।

তাই পড়ে আছে এই ডালে
সেই গৃহতলে
সেই মায়াজালে।