মানব সেবার কোন ধর্ম থাকে না,
থাকে না কোন ব্যাক্তিকস্বার্থ।
মানব সেবায় থাকে না স্বজন-প্রীতি,
থাকেনা কোন বাধ্যবাধকতার বলিষ্ঠ নীতি।
রাজনৈতিক প্রতি হিংসায় জ্বলে না মানব সেবা,
মানব সেবা দেখে না পারুষ দেখে না নারী কে বা।
মানব সেবায় থাকে না ক্ষমতার তপ্ত লোভ,
থাকেনা হিংসার অনলে পুড়তে থাকা ব্যাক্তিক ক্ষোভ
মানব সেবায় থাকে না প্রতিদান,
থাকে মনুষত্ব্যে মানুষ হবার উদাত্ব আহবান ।
থাকে কিছু সেবকের হাসি মুখ
থাকে ত্যাগ, থাকে আত্মার পরম সুখ।