রবী ঠাকুরের মতে- রূপের মধ্যে
অরূপের সন্ধানই কবিতা।
জীবনানন্দ দাশের মতে- উপমাই
কবিতা।
মালার্মে বলেছেন- শব্দই কবিতা।
কোলরিজের মতে- শ্রেষ্ঠ শব্দের
শ্রেষ্ঠ বিন্যাসকেই বলে কবিতা।
দান্তের মতে- সুরে বসানো কথাই
হলো কবিতা।
রবার্ট ফ্রস্টের মতে-যার অনুবাদ সম্ভব নয়, সেটুকুই বিশেষ কবিতা।
কবি শঙ্খ ঘোষের মতে- ছন্দে সমর্পিত শব্দেরই নাম কবিতা।

কবিতাকে যাবে নাকো দু-চার কথায় গাঁথা
কবিতা হল সুপ্ত থাকা অন্তঃমনের কথা।
কবিতা মনের ভাষা,
শব্দের প্রতি কবির মনের নিরেট ভালোবাসা।।

( কবিতা কি? ,,এ প্রশ্নের জবাবে সনাম ধন্য কবি সাহিত্যিক দের মতামতের সাথে নিজের মতামত টা প্রকাশ করায় প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি।
তবু মনে প্রশ্ন জাগে-""কবিতা কি? ""
আসরের কবিদের কাছেও এ প্রশ্ন টি রইল। কবিদের নিজেস্ব মতামত জানতে চাই।