ফুলটা শুকিয়ে গেছে
কত বার ভেবেছি দেব তোমায়,
কিন্তু দেওয়া হল না।
দিতে গেলেই মনে পড়ে-
তুমি নিজেই তো একটা ফুল, দোলন চাঁপা ফুল।
ফুল কে দেব ফুল?
কি করে করি এত বড় ভুল?
তাই আজও দেওয়া হল না,
তবু রোজ চলতে থাকে এ দেওয়া না দেওয়ার ছলনা।
ফুলটা যে শুকিয়ে গেছে,
তবে ভালোবাসা শুকায়নি।
ও যে শুকায় না ...
কবিতাটি দোলন চাঁপার (অপ্সরার) জন্য উৎসর্গ করলাম।