আমার ঝাপসা অভিমানের আড়ালে অগাধ প্রেম লুকানোছিল।
সে অভিমানের আবরণ সরিয়ে একটিবার দেখলেনা চাঁপা ভালোবাসা।
চাঁপা কন্ঠে চিৎকার করে বলেছিলাম-
যেওনা অর্পিতা, যেওনা আমায় ছেড়ে..
আমার বুক চেরা আর্তনাদ পৌছায়নি তোমার কর্ণ-কুহরে
চোখের কার্নিসে বয়ে চলা নোনা জলের ঢেউ পড়ল না তোমার নজরে।
দীর্ঘক্ষণ যুদ্ধ করেছি নিজের অযাচিত অভিমানের সাথে,
হয়নি কোনো ফল।
তোমার চলে যাওয়া আটকাতে পারিনি আমি,
আটকাতে পারিনি দু'চোখের জল।