" তুমি আসবে বলে "
-------- আবু মোঃ রাশেদ
তুমি আসবে বলে
শরতের শিশির ভেজা শিউলী গুলো
ভোরের স্নিগ্ধ বাতাসে ছড়িয়ে যায় আপন সুভাষ।
তুমি আসবে বলে
শৈত্য প্রবাহের মধ্যপুকুরে রাজহাঁস গুলো
ডেকে যায় ছন্দের সুরে।
তুমি আসবে বলে
নিশিথের চন্দ্রিমাটা আজো আলো বিলিয়ে যায়
বসে থাকা বেলকনি তে।
তুমি আসবে বলে
স্মৃতির পায়রা গুলো ডানা মেলে উড়ে বেড়ায়
নিরব নিস্তব্ধ এই হৃদ গগনে।
তুমি আসবে বলে
বাশ বাগানের ঝোপ ঘেঁষে জোনাকিরা উড়ে
বেড়ায় আপন আলোয় সম্মুখপানে ।
তুমি আসবে বলে
বিরামহীন চেয়ে থাকি মেঠো পথের ঐ কিনারে
অপেক্ষমান চাতক দৃষ্টিতে।
তুমি আসবে বলে
নীলাভ সাগরের উত্তাল তরঙ্গ গুলো আজো
ডেকে পাঠায় সুখোস্নানে ।
তুমি আসবে বলে
পাহাড়ের চূড়া ঘেঁষে নিত্য ভেসে বেড়ায়
মেঘমালার শৈল্পিক সৌন্দর্য।
তুমি আসবে বলে
পড়ন্ত বিকেলের রক্তিম গোধূলীটা আজো
বিলিয়ে যায় পিঙ্গল আভা।
তুমি আসবে বলে
সুরেলা বনের কোকিলেরা জানিয়ে যায়
বসন্তের আগমনী বার্তা।
তুমি আসবে বলে
নতুন উদ্যমতা আজো ফিরে পায়
ক্লান্ত -পরিশ্রান্ত এই দেহখানা।
তুমি আসবে বলে
দেহের চালিকা শক্তি আজো সঞ্চারিত হয়
জীবন মরনের সন্ধিক্ষণে।
-----------------------*************-----------------------
গুন্মা সিটি, জাপান।
১০/০৬/২০১৭