" স্বপ্নের নিরব মৃত্যু " (গদ্য কবিতা)
------------------ আবু মোঃ রাশেদ

সময়ের সুকঠিন  বিবর্তনে ধরিত্রীর সুপ্ত আবর্তনে
লঙ্গিত নিষ্পেষিত হেলীত নিয়মের বিরুদ্ধাচরণে
হাটতে হাটতে আমি আজ অনেকটাই থমকে দাড়িয়েছি
জীবন মরনের নীলাভ সন্ধিক্ষণে। কি যেন একটা বিষাদ একটা অবসাদ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে বেলা অবেলায় নিশিদিন প্রতিদিন!
তবুও তবুও  উদ্বেলিত বাসনারা আচমকাই দেয় চিত্তে অনাকাঙ্ক্ষিত হানা।
সীমাহীন আশা আর দুরন্ত ভরসার ডানায় ভর করে মৃদু যাচ্ছি হেটে অজানা অচেনা  গন্তব্যের  পানে স্বপ্ন আলোর প্রজ্জ্বলনে ।
আশার আড়ালে যেন নৃত্য করে সদা নিরাশার তীর্যক অগ্নিশিখা ,
ভালোবাসারা মৃদু স্বরে ডাকে আমায় কিঞ্চিত   ঈশারাতে,  দৃশ্যলোকে যেন অদ্ভুত রঙ্গের ফানুস আর চিত্তে লালিত সেকি ভয়ংকর  মুখোশ মানুষ,
চৌদিক কেমন যেন শুনি  দু:খের ঘনঘটা করছে মানুষ নিত্য  মানুষের সাথে একি নির্মম নিষ্ঠুর  প্রতারণা।
রুগ্ন স্বাধীনতায় আজ অবরুদ্ধ মন,  ক্রোধের লেলিহান শিখা যেন করছে অঙ্গার আমায় প্রতিক্ষন,  
নিভু নিভু সুখোপ্রাণ পদ পিষ্টে কতশত,  নব সংকল্পে দাড়ায় উঠে তবুও তবুও মন অবিরত।
উজ্জ্বল আলোয় পূর্বগগনে,  উঠে  প্রভাতের রবি,  গোধূলীতে যেন হচ্ছে  বিনাশ আজ চেতনার সবি।
মন্থর গতিতে  যাই সম্মুখ দেড়ক্রোশ পথ, কাম্যে বিধি   সাধে বাধ আমার থমকে দিতে রথ।
স্বপ্ন গুলো আমার  পারেনা নিতে কভু  বাস্তবতায় রুপ, স্বপ্নের  নিরব  মৃত্যুতে যেন  আজ অনুভূতিদ্বয় ও চুপ।

গুন্মা সিটি, জাপান।
৩১/০৫/২০১৭