" স্বাধীনতা তুমি  "
-----আবু মোঃ রাশেদ

স্বাধীনতা তুমি
পল্লীবালা'র অতৃপ্ত হৃদয়ের
কাংখিত সারল্য বাসনা ।
স্বাধীনতা তুমি
বহুবর্নীল দু:খের মাঝে
মায়ের আদর মাখা হাতের ছোয়া ।

স্বাধীনতা তুমি
সোহাগে গদগদ হয়ে
বাবার পকেট সাফের সুনিপুন কারুকার্যতা।
স্বাধীনতা তুমি
সংস্কারবাদীর চশমাবিহীন
দৃষ্টির এক নিদারুন প্রখরতা ।
    
স্বাধীনতা তুমি
ধরনীর স্বর্গ জননীর বিমারমুক্তির
পরবর্তী হাসির ঝলক।
স্বাধীনতা তুমি
নৌকার পাটাতনে বসা
যুবতীর আলতারাঙ্গা পায়ের জলস্পর্শ।

স্বাধীনতা তুমি
ষোড়শী তনয়ার কল্পানুভুতির
এক বাস্তবায়িত সুখ।
স্বাধীনতা তুমি
সফলতার দু-চোখে বেয়ে
গড়িয়ে পরা  আনন্দঅশ্রু ।

স্বাধীনতা তুমি
বোনের ললাটে একে দেয়া
রোজকারের স্নেহচুম্বন।
স্বাধীনতা তুমি
অর্জিত চেতনায় বহুকন্ঠের
এক  সুশোভীত সুর ।

স্বাধীনতা তুমি
শান্ত হ্রদে কিশোরের বায়ু প্রবেশিত
বস্ত্রের ক্লান্তিহীন সুখ সাতার ।
স্বাধীনতা তুমি
বর্ষার কর্দমাক্ত  জমিনে
কিশোরীর শামুক কুড়োনোর অনাবিল সুখ।

স্বাধীনতা তুমি
ভরদুপুরে যুবতীর শস্য ক্ষেতে
বথুয়া শাক তোলার উদ্বেলিত সুখ।
স্বাধীনতা তুমি
কর্মবিরতি দিনমজুরের
কলকল শব্দে হুক্কা টানার  সুখ।

স্বাধীনতা তুমি
সাত সকালে গ্রাম্য পুকুরে কা কা শব্দে
ঝাপিয়ে পড়া একঝাঁক পাতীহাস।
স্বাধীনতা তুমি
শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে
মায়ের হাতের তৈরী বাহারি পিঠা।

স্বাধীনতা তুমি
নবজাতকের  হৃদয়কাড়া
বাধভাঙ্গা এক  উজ্জ্বল  হাসি।
স্বাধীনতা তুমি
প্রিয়তমা' র নতুন শাড়ি গহনা
প্রাপ্তির পরবর্তী হাস্যজ্জ্বল মুখ ।

স্বাধীনতা তুমি
কিশোরীর গোল্লাছুট, কানামাছি
খেলার পাগলকরা অবিস্মরণীয় সুখ।
স্বাধীনতা তুমি
খোলা আকাশের নীচে
কপোতকপোতীর স্বাধীন চিত্তের বৃষ্টিস্নান।

স্বাধীনতা তুমি
বুড়ো দাদুর ফোকলা দাতের
উচ্ছাসিত মিষ্টি  হাসি।
স্বাধীনতা তুমি
অনাহারির মুখে তোলা একমুঠো অন্ন
বস্ত্রহীনের গায়ে জড়ানো এক টুকরো বস্ত্র।

স্বাধীনতা তুমি
ঘুমড়ে যাওয়া শ্রাবনাকাশের
রোদ্রমেঘের খেলা।
স্বাধীনতা তুমি
কেশবতী কন্যার চুলের লাল ফিতা
আর রেশমিচূড়ীর মেলা।


------------------**********----------