"মনভুলা আনমনা আমি "
-------------- আবু মোঃ রাশেদ
মনভুলা, আনমনা আমি
আজো থাকি দাড়িয়ে
সিটি অফিসের সেই বাসস্ট্যান্ডে
আচমকা তোমার দেখা পাবো বলে
তোমার প্রণয়ের নব্য ছোঁয়া পেতে
দেহমন আজো আজো হয় সীমাহীন ব্যকুল
তোমার সোহাগ মাখা নীল কন্ঠ বাণী
শুনতে উদাসী মন আজো আজো হয় আকুল।
মনভুলা, আনমনা আমি
আজো থাকি চেয়ে
গৃহ কোনের দেয়ালে সাঁটানো
তোমার সেই আলোকচিত্রের ফ্রেমে
সহসা স্বশব্দে যদি বলো কথা নড়েচড়ে
উদ্বেলিত কামনা বাসনা গুলো উঠে আজো
অদম্য মাথাচাড়া দিয়ে কেবল স্পর্শের আলোরনে
অপলক কল্পদৃষ্টিতে দেখি আজো তোমায় জাগরণে।
মনভুলা, আনমনা আমি
আজো থাকি অপেক্ষায়
অধির আগ্রহে একটি ফোন কলের আশায়
চমকে উঠি সহসা যখন বেজে উঠে কাহারো রিং
ধূসরমেঘে ঢাকে তখন হৃদয়ের আকাশ সুনীল ।
মুক্তবিহগ হয়ে উড়েছি কতইনা সুদূর গগনে
বিরহ আজ আমার সেধেছে বাধ স্পৃহাহীন হয়ে
অনুভবে গেলে যেন আজো মন মন্দিরেই রয়ে।
মনভুলা, আনমনা আমি
আজো আছি অনুভুতিকে ছুঁয়ে
গত হওয়া স্মৃতির সেই পুরোনো এলবামে
যেখানে নিরবাত্নাদ্বয় করে আসা যাওয়া
সীমাহীন চেতনার জীবন্ত আষ্টেপৃষ্ঠে
আজো শুনি তোমার চপল পায়ের মিষ্টি ধ্বনি
শিহরিত করে আমায়, তোমার সেই সোহাগী হাসি
বুঝনা তুমি, তোমায় তোমায় কতটা ভালোবাসি।
----------***********---------------
গুন্মা সিটি , জাপান।
৩০জুন ২০১৭