" মন তরী "
---------------- আবু মোঃ রাশেদ      

ও মন তর তরী খানায় নে না আমায়  তুলে
        জলে অনেক জোয়ার আজ ঋতুহীন সাঝে,
প্রতিকুলে  ছুটতে আজ নেই  রে কোন ভয়
        সৃষ্টিলগ্ন থেকেই দেখছি তুই যে চিরঅক্ষয়।

ও মন  তর তরী খানায় নে না আমায়  তুলে
       ধাড়ি নাইরে মাঝি নাইরে নাইরে কোন পাল,
ঝড়  তুফানও পায়না তরে আদি অনন্ত কাল
    শক্ত করে ধররে মন তরী হাড়ায় না যেন হাল।

ও মন তর  তরী খানায় নে  না আমায়  তুলে
      বৃষ্টিজলে ভিজবো সুখে আজ পাটাতনে বসি,
আধার রাতে মাখবো গায়ে  মিষ্টি  আলো শশী
    গাইব গান ছাউনি তলে আজ হয়ে পরম খুশী।

ও  মন  তর তরী খানায়  নে না আমায়  তুলে
     দেখবো   চড়ে  জগৎ ঘুড়ে  নয়ন  দুটি মেলে
চৌদিকের  পবন আজ দিক না  যত-ই ভর
   পথ হারালেও যাসনে আমায় করিয়া কভু পর ।

--------------*********-----------------

গুন্মা সিটি ,জাপান।
১৫ জুন ২০১৭