" মা-ই আমার স্বর্গ "
-----------------আবু মোঃ রাশেদ

জন্মদানে  তুই যে  মা
             করেছিস আমায় ঋনি
সাধ্য নাই শোধিতে আমার
                এ ঋন কোনদিন-ই ।

ধরনীতে  তোকে যে মা
               বড্ড ভালোবাসি আমি
ভূ - মন্ডলে পাইনা খুজেঁ
             তোর তুল্য উপহার দামী।

তুই যখন নিরব থাকিস
                   মুখটি গুমরে বসে
হৃদয়ে আমার পড়ে তখন
             এক উচুঁ হিমালয় ধসে।

রাখবো তোকে সারা জীবন
           আমার করে মাথার তাজ
থাকলে থাকুক  পড়ে আমার
           আজ দিন দুনিয়ার কাজ।

স্রষ্টার পরে থাকতো যদি
                  সিজদার কোন বিধি
থাকতাম পরে তোর চরনে
                       মা  আমি নিরবধি।

তোর ছায়া তলে যে মা
                    আজ স্বর্গ পড়ে লুটে
ভাগ্যবান হলে-ই কেবল
                তা তার  কপালে জুটে।

তুই-ই যে মা স্বর্গ আমার
                   এই  ভবের শ্রেষ্ঠ পীর
বাকী যত  দেখেছি চোখে
            যেন সবই দোজখের নীড়।

তোর স্নেহ ভালবাসা
                         আর গভীর মমতা
ধরনীতে  পারেনি কেহ
                     আজ গড়িতে সমতা।

শিল্পী সমাজ গড়েছে কত
                আজ ছড়া কবিতা গান
সবকিছুর উর্ধ্বে যে মা
                     তোর-ই নাড়ীর টান।

তোর ভাষাতেই করছে মা
                    আজ  বিশ্ব আলাপন
জগৎবাসী এক সুরে তা
              আজ জানিয়েছে সমর্থন।

বেচে আছিস বলে  মা
                আমার হয়ে নয়নের মনি
আমি যে মা এই ধরনীর
                      আজ  সর্বশ্রেষ্ঠ  ধনী।

----------------------*********------------------------

২৯/০৫/২০১৭
গুম্মা সিটি, জাপান।