" মা "
-------- আবু মোঃ রাশেদ

মা
ভাগ্য আমাকে তোর থেকে
                   আজ নিয়ে এসেছে বহুদূরে
পুরুষ জাতী তো এমনই মা
                পেটের যোগানে দুঃখ ঘোচাতে
কখন কোথা থেকে কোথায় যাই
              তার কি কোন ঠিক আছে রে মা।
তাতে কি? ভাবিসনা তোকে আমি
                 ধীরে ধীরে যাচ্ছি আজ ভুলে!!!
তুই রয়েছিস প্রতিক্ষনে আমার
                    হৃদয় মন্দিরে ছায়াসঙ্গী হয়ে।

মা
স্রষ্টার এই সৃষ্ট ধরনী তে তুই যে মা
                    আমার আরেকটা নতুন ধরনী
তোর চোখে যদি  অশ্রু দেখি
                আমার যে মা কেপে উঠে ধমনী!!
মনে পড়ে মা তোর সেসব স্মৃতি
                আমাকে নিজ হাতে খাইয়ে দেয়া
গোপনে বাবার পকেট সাফ করে
               আমার মুখের উজ্জ্বল হাসি কেনা!
মমতার দুর্ভেদ্য বন্ধনে কোলে শুইয়ে
             মাথার চুল গুলো বিলি কেটে দেয়া।

মা
ধরনীর কোন কিছুর সাথেই যে মা
                          কখন-ই তোর  হয়না তুলনা,
পৃথিবীর সব সৌন্দর্য  লুটিয়ে আছে
                       তোর একচিলতে ভালোবাসায়।
তোর কাছে আমি হয়ে আছি মা চিরঋনি
     অর্থকরী গাড়ি বাড়িতে নয় যে তা শুধিবার।
তোর ভালোবাসার ওজন যে মা
             পৃথিবীর ওজনের চেয়েও অনেক বেশী।
ভালোবাসি মা তোকে আমি
                  অনেক অনেক অনেক ভালোবাসি।

-------------*******--------------------