" ইচ্ছে গুলো "
------------ আবু মোঃ রাশেদ
ইচ্ছে গুলো কারণে অকারণে
সহসাই বেপরোয়া হয়ে উঠে ,
যেন হরেক রঙ্গের কল্প সাঝে
রেইসের ঘোড়ার মতোই ছুটে ।
স্পর্শহীন অনুভূতির ভাজে
যেন অদৃশ্য পুষ্প হয়ে ফুটে ,
শব্দহীন ভঙ্গুরতার আওয়াজে
হৃদয়ের নির্যাস যেন নেয় লুটে ।
ইচ্ছে গুলো বুঝি সদা এমনি হয়
ফিসফিসিয়ে চুপিসারে কথা কয় ,
নাহি দ্বিধা নাহি লাজ নাহি ভয়
দুঃখ ব্যথা যন্ত্রণা সবই নিরবে সয়।
স্পৃহা , উদ্দিপনার নেই বিন্দু ক্ষয়
যা খুশী তাই করে মনে যাহা লয় ,
সময়ে যায় করে সুনিপুন অভিনয়
সফলতার হোক বা না হোক জয়।
ইচ্ছে গুলো উড়ে নিত্য মম হৃদয় গগনে
নিরলস ক্লান্তিহীন অদৃশ্য ডানা মেলে ,
আল্পনায় ছোয় সে অধর সুতীক্ষ্ণ চুম্বনে
নিরঙ্কুশ অনুভুতির খানিক পরশ পেলে।
ইচ্ছে গুলো আচমকাই করে স্বপ্নে বিচরণ
হৃদ্যতারই আষ্টেপৃষ্ঠে তুলিয়া প্রবল শিহরণ ,
ইন্দ্রিয় শক্তি পায় ফিরে অনাবিল জাগরন
থাকে যেন অক্ষয় অব্যয় সদা আমরন।
----—---------------------------------------
গুন্মা সিটি , জাপান।
১৫ জুন ২০১৭