কেন তুমি করছো আজ
      আমায় জোড় হস্তে সবিনয়?
এ আবার নয়তো তোমার
               নতুন কোন অভিনয়?

শুরুটা-ই যে ছিলো তোমার
                  ছলচাতুরী তে ভরা
শতচেষ্টায় শোধরাওনি তুমি
                খেয়েও বহুবার ধরা।

অর্থকড়ি,  মান -ইজ্জত
          সবই তো নিয়েছো কেড়ে
চাই না তুমি আসো ফিরে
           চআর শান্তি সুখের নীড়ে।

চাইনা হতে আমি আর
         তোমার দাবার গুটির চাল
নিরব চাবুকের আঘাতে আজ
      আমার উঠছে হৃদয়ের ছাল।

ঘৃণ্য তুমি,   নষ্টা তুমি
                তুমি যে  অন্তর্দৃষ্টিহীন
অন্যের দু:খে বাজাও বসে
           সদা নোংরা নেশার বীন।

ধ্বংসযজ্ঞে আসে চিত্তে
               তোমার  পরিতৃপ্ত স্বাধ
সকলকর্মের চিন্তাধারায়
              তুমি রাখো পেতে ফাদঁ।

----------------***********-------------------

কবিতা টি 2016 সালের একুশে বইমেলার " নবযুগ " নামক কাব্যগ্রন্থে প্রকাশিত।