" দিয়াশলাইয়ের কাঠি "
-----------আবু মোঃ রাশেদ
শুন্যে উড়া ওজন আমার
আমি দিয়াশলাইয়ের কাঠি,
বাক্সের ভিতরে থাকি আমি
সদা হয়ে পরিপাটি ।
মাথায় আমার আছে পড়া
লাল, নীল, কালো টুপি,
জ্বালিয়ে দিতে পারি আমি
এক নিমিষে-ই সবি ।
বিশ্বজনের ভালো জানা
আমার দৃশ্য ক্ষমতা,
স্রষ্টার সৃষ্টির আসেনি কেহ
আমার লভিতে সমতা।
স্থলে পর্বতে সলিলে কুন্ডলীতে
সর্বত্র করি আমি বিচরণ,
তেজোদীপ্ত হয় যখন
আমার হীমসুপ্ত আচরণ।
ভন্ড পীর আমার আগুনে
নিত্য মাতে ভেল্কী খেলায়,
না বুঝিয়া আমল নামার
সব ভাসায় নদীর ভেলায়।
আমায় ছুড়ে জ্বালায় ঘর
ঐ গ্রামের তালুকদার,
ষোড়শী কন্যা রাখেনি বলে
তাহার গোপণ আবদার।
জাতী -ধর্ম -বর্ন আমি
আদৌ করিনা ভেদাভেদ,
পরিস্থিতির হলে স্বীকার
আমি নিমিষেই করি ছেদ।
জড় কিংবা জীব বস্তুর
সব জ্বালিয়ে করি নি:শ্ব,
দেখে চেয়ে অবাক হয়ে
তখন অসহায় এই বিশ্ব।
সৃষ্টিকুলের ইচ্ছাতে-ই
আমি উঠি সহসা জ্বলে,
কখনোবা জ্বলি আমি
নিজ ক্ষমতার বলে ।
--------------*************-----------
গুন্মা সিটি ,জাপান
৬/৬/২০১৭