" বিকৃত চিত্তের ধিকৃত বিলাস "
---------- আবু মোঃ রাশেদ

চলতি পথে মানিনাকো
                   কোন বাধ্যবাধকতা
অষ্টাদশ পেরুলো বলে
                    চাই পূর্ন স্বাধীনতা।

দেহ - মনে উদ্বেলিত
         মম ভিন্নানুভুতির জৌলুস
থাকতে স্বামী খুজিঁ নিত্য
         আমি  ধনী প্রেমিক পুরুষ।

তৃপ্তি সুখের সাধনাতে
        আমি রেখেছি গাড়ি -বাড়ি
মাস ফুরোলে চাহিদাতে
           আছে নতুন জামা শাড়ী।

রক্তচক্ষুর শাষন কারো
               আমি করিনাকো ভয়
উল্টে দেব শান্ত সমাজ
          যদি  হয়  চাহিদার  জয়।

বিত্তের পিছে ঘূরছে ধরা
            জেনেও কে থাকে মরা!
পূর্ণতার -ই অঙ্গিকারে
          থাকলে কেহ দিও সাড়া।

-----------------************----------


গুন্মা সিটি , জাপান
০৯/০৬/২০১৭