" বেশ্যা "
---------------
-------আবু মোঃ রাশেদ
তোমার প্রতি এই সমাজের নাই কারো ঈর্ষা
কেননা,তুমি যে নারীর আদলে চিন্হিত এক বেশ্যা
রন্দ্রে রন্দ্রে প্রবাহিত তোমার নীল রক্তের শ্রোত
আহবানে কামুক পুরুষকে করো তোমার ব্রত।
অর্থের কাছে করো তুমি মাথানত অবিরত
কুকুর বেড়াল গরু ছাগলেও নেই কোন শর্ত।
সকল শ্রেণীর সাথেই তোমার আছে দারুণ সখ্য
নিঃশর্ত কুন্ঠাহীনে তাই দাও এগিয়ে বক্ষ।
তোমার প্রতি এই সমাজের নাই কারো ঈর্ষা
কেননা, তুমি যে নারীর আদলে চিন্হিত এক বেশ্যা
হোটেল ডেস্কে রাখো দিয়ে তোমার সুন্দর ছবি
দর্শনে তা খদ্দর যেন পারে মেটাতে হবি।
রেললাইন আর ফুটপাতেও তোমার অবাধ বিচরণ
মিলে গেলে খদ্দরের সাথে করো সুলভ আচরণ।
সন্ধ্যার পার্কে ঘুড়ো তুমি নেশাগ্রস্ত হয়ে
ভদ্রলোক আসেনা তোমার বদ নজরের ভয়ে।
তোমার প্রতি এই সমাজের নাই কারো ঈর্ষা
কেননা, তুমি যে নারীর আদলে চিন্হিত এক বেশ্যা
বাবা -মায়ের কাছে তুমি সদা থাকো পুষ্পতূল্য
বাহিরে তোমার নাইবা থাক চার আনা মূল্য।
ব্যবসা তোমার মন্দা গেলে নেটে আসো নেমে
বিকাশের বিনিময়ে তুমি ডাকো ওয়েব ক্যামে।
ভাবভঙ্গি দর্শনে তোমার পায় সাধারনে ভয়
মনুষত্বের পুরোটাই তুমি করছো নিত্য ক্ষয়।
তোমার প্রতি এই সমাজের নাই কারো ঈর্ষা
কেননা,তুমি যে নারীর আদলে চিন্হিত এক বেশ্যা
কোটিপতির সফরসঙ্গী তুমি হও দেশ -বিদেশ
ভালো মন্দে নেই বলে বিবেকের কোন নির্দেশ।
চলাফেরা আছে তোমার উপরতলার সাথে
নেশার ঘোরে মাতাল হয়ে যাও তাদের খাটে
তুমিই আবার এই সমাজের কারো ড্রীমগার্ল
হরেক সাজে মন কাড়ো জড়িয়ে গায়ে পার্ল।
----------------********----------------
কাব্য বিশ্লেষণ : আমাদের সমাজে ভালো মানুষের উপস্থিতি যেমন বর্তমান তেমনি খারাপ মানুষের উপস্থিতিও বর্তমান , খারাপ মানুষের সংশোধন কল্পে বেশ্যা কবিতা টির উপস্থাপন |