কেউ বা আমায় পাগল বলে
কেউ বা ভাবে ধ্যানী,
অনেকেই ভাবে আনস্মার্ট
কিন্তু, ভাবুকরা ভাবে জ্ঞানী!
স্বাধ, আহ্লাদ থাকে উত্তরমেরু
দক্ষিণমেরুতে আমার বাসা।
পুরান পোষাকে বছরের পর বছর
যেন সভ্য রুচির বাঁধনে ঠাঁসা!
পুরান জামায় আউলা চুলে
ভ্রুক্ষেপ থাকেনা আমার কভু
পোষাকে খাদ্য খায় না ভাবিয়া
দাওয়াতে অপমানিত হলাম তবু!
আলমিরায় বন্ধি ভ্রমণ পিয়াস
বইয়ের পাতায় পাতায় মন,
আজকে এ কাজ তো কালকে ভিন্ন
রিজিকের চাকা ঘুরছে যতক্ষণ।
শিখতে হবে সকল বিষয়
পারব সব ধরনের কাজ
জানার ইচ্ছায় ব্রেক কষেছি
সকাল দুপুর সাঁঝ!
রসায়ন গভেষণায় রাত পার
দিনে রিজিকের ধান্দা
সময় পেলেই কলম হাতে
স্মার্টনেসের কপালে ডান্ডা!
নিন্দুকেরা নিন্দা করুক
জীবন ভাসাক সূশ্রীসভ্য বানে
জেনে নাও হে নিন্দুক, এ সভ্যতা পেয়েছ
আমার মত পাগলের পাগলামীর দানে।