দোল দোল দোলে
ডমুর গাছের তলে
তেংড়ী ভুতো এলোরে
চুপচাপ থাকো যে
করিস যদি কান্না
ওরে কুটুসের হান্না
তোর কাছেতে উড়াল মেরে যাব
বড় দাঁতে কুড়মুড় করে
তোর হাড় চিবিয়ে খাব।
চোখ দুটুতে আগুনে ভরা
এক হাত লম্বা নাক
দাঁতগুলো তার বাঘের মত
ভয়ংকর তেংড়ী ভুতোর রাগ।
না না আমি আর কাঁদব না
এসো নাকো তেংড়ী ভুতো
নিয়মিত আমি খাবার খাব
পড়ালেখায় মন বসাব
দেখাব না আর কোন ছুতো।