জানো? আজ ভীষণ মনে পড়ছে তোমায়
চাঁদনী নিঝুম রাত, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক
মাঠের কোণে বসে আছি একা।
তোমার থেকে দুরে থাকাটা মনেতে হাঁকে কষ্টের হাঁক।
জানো? স্মৃতিগুলো বার বার মস্তিষ্কে কড়ানাড়ে।
কি করিব বলো, পড়িয়াছি যে অবহেলার পাথারে...!
আজ কতদিন হয়ে গেল দেখি নি তোমায়।
কত রাত হয়ে গেল পাশাপাশি বসে গল্প করা হয় না
হাতে হাত রেখে হাটা হয় না সবুজ মাঠের পথে
কতকাল যে রাখি নি চোখ তোমার আঁখিপাতে।
তোমার কি আমার মতই মনে পড়ে আমায়?
জানো? আজ ভীষণ মনে পড়ছে তোমায়।