ষড়ঋতুর বাংলাদেশে
ঋতুর রাণী মুক্ত কেশে
প্রকাশ হল সুশ্রী সোভায়
শোন, বলছি তারি হাল
ভাদ্র আশ্বিন দুমাস মিলে
সবুজ রঙিন ফুলে নীলে
সাঁজ সেজেছে ঋতু শরৎকাল।
ঋতুর রাণী সাঁজ ধরেছে
খোপায় শিউলি ফুল
হিমঝুরিতে মালা গলায়
বকফুলের কানের দুল।
তালের পিঠা করেছে বোন
পেঁকেছে রসে ভরা তাল
খাবে সে যে তালের পায়েস
বেড়াতে এসেছে যে শরৎকাল।
সাদা মেঘের নীল গগনে
ডানা মেলে পতঙ্গ পবনে
শাপলা পাতায় নৌকা করে
রানী ফিরছে নিড়ের কুল
দুই ধারেতে বিলের পাড়ে
সোভায় সাদা কাশফুল।
সুশ্রী রানী শরৎকালের
আজ প্রকাশ জ্ঞানো গুল।