সময় সাগরে ডুবে আছে মন
তবুও তাহারই বড় অভাব,
ধরনীর তরে জীবন ব্যাস্ততা
ধ্বসে দিয়েছে মনব স্বভাব।
ভুলে গেছে মন রবের কথা
তাহার কাছে দেওয়া ওয়াদা,
মনকে রাখিব ইবাদতে মত্ত
এ যে জান্নাত কিনিবার সৌদা।।
পালনে ওয়াদা করিয়া পয়দা
ধরনীতে পাঠাইলেন মোরে,
দিবানিশি মন দূলোক ব্যাস্ততা
সময় হয়না ইবাদতের তরে।
অর্থ কড়ি সুখের লালসায়
সদা ছুটছি ধরার পিছু,
পরকালের সুখ জান্নাত কিনতে
সময় দিয়েছি কি কিছু?
কাল হাশরে দিতে হবে হিসাব
সময় সাগর যে খোদার দান
কতখানি সময় খোদার তরে
ব্যায় করিয়াছে মনুষ্য প্রাণ।।
নাই নাই সময় ইবাদতের তরে
সময়ের বড়ই যে অভাব,
সময়ের মূল্য বুঝতে না পারা
মনুষ্য হতভাগার স্বভাব।