নীল নীলা ঐ আকাশে, বাঁকা চাঁদ মুচ্কি হাসে
মুমিনের হৃদয় জুড়ে ধুম তানানা গীত (বাজে)
এলো রমজানের ঈদ, এলো রোজার ঈদ।।
রোজার শেষে মুমিন হৃদয়ে, ভেঙেছে খুশির বাঁধ।
ভুলে সবাই ভেদ-ভেদাবেদ,দস্তিতে কাঁধ মিলাও কাঁধ।
আদায় করে নাও ফিতরা যাকাত সব।।
ভাঙায়ে নাওগো নিঁদ।।
এলো রমজানের ঈদ, এলো রোজার ঈদ।।
মিষ্টি মুখে নতুন জামায়, ঈদগাহে চল গুল-ঘ্রাণে।
পড়বি ঈদের নামাজ তব, শহীদি সে সেই ময়দানে।
হৃদয়টাকে আজ দাও বিলিয়ে দাও।।
আঁকড়ে ধরো তৌহিদ।।
এলো রমজানের ঈদ, এলো রোজার ঈদ।।