পৃথ্বী জুড়ে ছড়িয়ে রিজিক, ছড়ানো বামে ডানে
কার রিজিক কোথায় আছে কে বা তাহা জানে?
যেথা রাজ্জাক রাখো নি রিজিক,আসক্তি দিও না কভু
নিঃস্ব জীবনে নিঃস্ব আশায় পাপী করো নাকো প্রভু।
মন গগনে দিবানিশি, হারাবার ভীতি উড়ে
স্বপ্নআশা তোমার রিজিক আমার অন্তর জুড়ে।
তোমায় যদি আমার করে সৃষ্টি করেছেন রব
সাধ্য কাহার ঠেকায় বলো, মিলনের সংসব?
যদি না থাকে তোমার রিজিক আমার ছোট্ট ঘরে
সহস্র চেষ্টা করেও কি পাব তোমায় আপন করে?
রাজ্জাক সে রিজিকের মালিক, মোদের মালিকও তিনি
মোনাজাত আজ তাহারই তরে, সকলের মালিক যিনি।
ফরিয়াত করি দুহাত তুলে ওহে রিজিকের মালিক
তাহার রিজিক আমার ঘরে খুলে দাও হে খালিক।
কে বা বলো তোমার দেয়া রিজিক ছিনাতে পারে?
দুর করে দাও সকল বাধা, আসক্তি যে আপন নীড়ে!
সৎপথে উপার্জনে রিজিক চাই প্রভু, সৎপথেই চাই ধন
আসক্তি খানিও সৎপথেই কর, নিয়ন্ত্রন করে দাও মন।