সবুজ গালিচায় মোড়ানো নিঝুম পাহাড়
যেথা, কাব্যরস মৃত্তিকা থৈ থৈ আঁধার
ফোঁটেনি কভু পুষ্প, ছিল এক শুষ্ক অরণ্য
বাদল রুপে খাগড়াছড়ি কবি পরিবার
ফুটালো কাব্যকুসুম,ঘ্রাণে অরণ্যেকলি প্রসন্ন।

সবুজ বৃক্ষ কবিতা, হয়েছিল হলদেটে সবিতা
যবে কাব্যতরুতে ছিলো নাকো স্বতেজতা
ঝড়াল বারি, ভরাল শুষ্ক নিঝুম গালিচা
ফুটিল পুষ্পরাজি, আনিল রঙিন সফলতা।

তৃপ্ত হৃদয়,জাগিল কাব্যপ্রেম নিঝুম পাহাড়ে
কলম চলিলো, কবিতা বলিলো উদ্যম বাহারে
আজি স্বার্থক বনিলো খাগড়াছড়ি কবি পরিবার
প্রথম কাব্যরচনা, অরণ্যেকলি বলিনু তাহারে।


বি.দ্রঃ বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় আমাদের সাহিত্ব্য সংগঠন "খাগড়াছড়ি কবি পরিবার" কতৃক প্রথম কাব্যরচনা "অরণ্যকলি" নিয়ে একটি কবিতা।