পাকপবিত্র হতে বন্ধু কে বা না চায়?
অযু বা গোসল সেরে পবিত্র হওয়া যায়।
চার ফরজে অযু জানি,নিয়ম কোথা পাব,
মুখমন্ডল ধৌত করে, হস্তকুনুই সহ ধোব,
মাথা খান মাসেহ্ সেরে,টাখনুতে জল দেব।
তিন ফরজে গোসল হবে, বাড়াও জ্ঞান ঢল,
কুলি করে গড়গড়াব, আর নাকে দেব জল,
সমস্ত শরিল ধুইলে তাতে হবে যে গোসল।
এথায় সেথায় খুঁজেউ তুমি জল যদি না পাও,
শুখনো মাটিতে তায়াম্মুম সেরে পবিত্র হয়ে নাও।
তিন ফরজে তায়াম্মুম করি বন্ধু তোমায় জানাই,
নিয়ত করে হাতের তালু মাটির ধুলা লাগাই
মুখ মাসেহ্, দুহাত মাসেহ্ তাতে কুনুইসহ সাঁজাই।