য়েল হাবরে মুড়িয়ে
উজু নিজু হিলে ভরিয়ে
বেঙাহোঙা চেঙে নদী
বয়ে যিয়ে হিলোর শেঝেন্দি
ইয়ান দোলে দোল ওর পাল্লা
ইদিক্কে দোল খাগাড়াছড়ি জেলা
বানেইয়ে ম আল্লাহ

বুদ্ধ মুসলিম বেক্কুনে মিলেই
হিন্ধু খ্রিষ্টান একলগে থেই
মিলিঝিলি ধর্ম উৎসব পালেই
ন গরি হিংজে দাঙা
বানেইয়ে হুন্না ইদিক্কে হোসপানা
সি বি দ আমা আল্লাহ
এজ সালে বেক্কুনে মিলি গেই
আল্লাহু আল্লাহু আল্লাহ।

ঈদ ওত এজন থারা ম ঘরত
বিঝু এলে যেই আমি
ঈদ ওত আমি  উড়ি পাঞ্জাবী শাড়ি
বিঝু ওত তারা ধুতি থামি।
ইদিক্কা হোজপানা বানেইয়ে হন্না
সি বি দ আমা আল্লাহ
এজ সালে বেক্কুনে মিলি গেই
আল্লাহু আল্লাহু আল্লাহ।


বি.দ্রঃ এটি চাকমা ভাষায় একটি ইসলামী সংগীত।

অর্থঃ
সবুজ চাদরে মোড়ানো
উঁচু নিচু পাহাড়ে ভরানো
আঁকাবাঁকা চেঙ্গী নদী
বয়ে চলেছে পাহাড়ের দুর সীমানায়।
এমন সুন্দর খাগড়াছড়ি জেলা
সৃষ্টি করেছেন আমার আল্লাহ।

বৌদ্ধ মুসলিম সবাই মিলে
হিন্দু খৃষ্টান আমরা একসাথে থাকি।
মিলে মিশে ধর্মৎসব পালন করি
হিংসা লড়াই করি না।
এমন ভালোবাসা কে বানালো
সে তো আমার আল্লাহ।
তাহলে সবাই এসো একসাথে মিলে গান গাই
আল্লাহু আল্লাহু আল্লাহ।

ঈদে তারা আমাদের বাড়ি আসে
বিঝু আসলে আমরা তাদের বাড়ি যাই।
ঈদে আমরা পাঞ্জাবী শাড়ি পড়ি
বিঝুতে তারা ধুতি ও থামি পড়ে।
এমন ভালোবাসা কে বানালো
সে তো আমার আল্লাহ।
তাহলে সবাই এসো একসাথে মিলে গান গাই
আল্লাহু আল্লাহু আল্লাহ।