যেথায় ছিলাম ছোট্ট আমি, শিক্ষায় হাতে খড়ি
তাহার গানে মুগ্ধ হয়ে আজ ছন্দের কলম ধরি।
স্কুল, কলেজ, মক্তব নিয়ে ভালোবাসার এক জড়ি,
ছোট্ট সে গ্রামের মাঝে আজ শিক্ষার ছড়াছড়ি।
সর্প সোভায় রাজপথটি গ্রামের বুক চিড়ে
জেলা থেকে বয়ে গেছে ভিন্ন জেলার নীড়ে।
টিনের বাড়ি, ছনের বাড়ি, দালান বাড়ির গ্রাম
এমন সৃজন গ্রামের লকব জয়সেন পাড়া নাম।
শতেক বিঘা জমির মাঝে সহস্র জনতার বাস
সবুজ গালিচায় মোড়িয়ে রেখেছে বৃক্ষরাজির শাস।
পাহাড়ে পাহাড়ে বসতবাড়ি, সবুজ ঘেরা বন,
আকাশ থেকে গ্রামের ছবি মন কেড়েছে মন।
জাতে সবাই মুসলিম ধর্ম, সবে কর্মে মানিকের ছড়া,
সুখের রাজ্য গ্রামের নামটি মানিকছড়ি মুসলিম পাড়া।
মাইসছড়ি ইউনিয়ন তার উপজেলা মহালছড়ি,
জেলার মডেল গ্রামটির জেলা পার্বত্য খাগড়াছড়ি।