ভোর হলেই জাগব আমি
থাকব না আর ঘুমে,
স্নিগ্ধ বাতাশ মাখব গায়ে
শিশির পরশ কমল পায়ে
রইব না আর থেমে।
দেব নাকো পড়ায় ফাঁকি
নিত্য পাঠশালাতে যাব,
চলব সদা হাসি মুখে
থেকে পাশে লোকের দুখে
সুখের মুক্তা যে কুড়াব।
করব নাকো ঝগড়া বিবাদ
সবে মিলেমিশে থাকি,
বিপদ যদি আসে পাতে
লড়ব সবাই একি সাথে
কাজে দেব নাকো ফাঁকি।
মা বাবা আর গুরু জনে
শ্রদ্ধা ভক্তি সদা করি,
অসুস্থ লোকের সেবা দানে
বিলাতে সুখ সবার পানে
আলোর পথ টি ধরি।
অন্যায় যত রুখব আমি
দেশের সেবায় দেব মন,
আদর্শবান মানুষ হব
সু-শিক্ষায় শিক্ষিত রব
আজি করিলাম এ পণ।