দশ মাস দশ দিন গর্ভে যাহার
লালন করিলেন প্রভু,
আপন চামড়ায় পাপোষে তাহার
ঋণ সোধ কি হবে কভু?
প্রসবের সেই কাতরানো বেদনায়
বেরুলো এবার বুঝি জান,
বুকে টেনে মোরে সব ব্যাথা ভুলে
এ যে ভালোবাসার কিরণে বাণ।
কত যাতনা সয়েছেন তিনি
আমায় বড় করিবার তরে,
শতরাত্রি নির্ঘুমে তাহার
কেটেছে স্বপ্ন ভেঙেছে যাহার
দীপ্তময় বিশাল মন ঘরে।
নিজে না খেয়ে খাওয়াইলেন কত
আমায় উদর পুর্তি করে।
ধরণীর যত ভালোবাসা সব
এক পাল্লাতে যদি হেরি
আরেক পাল্লায় মায়ের ভালোবাসা
সে যে ওজন বড্ড ভারী।
সহস্র যাতনা সহিবার পরেউ
এমন ভালোবাসার ঘাঁ
সদা সর্বদা ভৎসনার মালিক
সে যে মমতাময়ী মা।
সর্বসুখের নীড় যে সেথা
মায়ের আঁচল তলে,
খোদার পরেই সম্মান তাহার
যেন না যাই তাহা ভুলে।