বদলেছে যে পৃত্থী আজ
প্রযুক্তিতে নিয়েছে সাঁজ।
তার চলন বলন প্রকৃতিতেও
কৃত্রিমতায় ফেলেছে বাজ।
যন্ত্রচাষা বিস্তার করেছে খাসা
লাঙল গরুর মন হয়েছে ভার,
ফলাতে শস্য, সার বিষে ভষ্য
মাটি তার জানটাও হারাল এবার।
ইটের ইমারত, কারখানার পণ্যে
সুখের চুড়াতে তুমি আছ ভারি বেশ,
নির্গত যত গ্যাস,নর্দম কেমিকেলে
ভাবো নি তোমার দম হচ্ছে যে শেষ।
বৃক্ষ নিদনে ইমারত স্বাধনে
কারখানায় পুড়িয়েছ গ্যাসের হাড়ি,
গ্রীষ্মতে এসি ঘর লাগে তাই আজ
ভেঙেছ যে আকাশের সবুজ বাড়ি।
প্রযুক্তির যত সব বর্জ সোধন করে
ঘোরাতে পারো তুমি প্রকৃতির হাল,
কৃত্রিম নির্ভর পিছু ফেল জরসর
বাচবে জীবন আর পৃথিবীর তাল।