যখন ক্লান্তি নিয়ে বিষন্বতায় নিঝুম আমার মন,
সে যে ডাকে হাত ছানি দেয়, ঘুচাবে ক্লান্তি ক্ষণ।
রুপের মায়ায় আলোক ছটা, সাড়া না দিয়ে কি পারি?
সে যে সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা আমার খাগড়াছড়ি।
মনের ভেতর পাথর চাপা দুঃখ্য উঁকি দিলে
যদি কষ্টখানিও ডানা মেলে উড়ে আকাশ নীলে।
এসো তুমি পাহাড় পানে....২ চেঙ্গী ছড়া বাড়ি,
আমার তৃপ্ত আখি তৃপ্ত হৃদয় চোখ ফেরাতে নারি।।
সে যে সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা আমার খাগড়াছড়ি।
যেথায় পাহাড় ঝর্ণাধারা বয়ে চলছে নিরোবধী
সর্পসোভায় পথঘাট মন কাড়লো চেঙ্গী নদী।
মেঘমালাকেউ ছুঁয়ে দিলাম সাজেক পাহাড় চারী,
তারেং থেকে শহর শোভা চোখ ফেরাতে নারি।
সে যে সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা আমার খাগড়াছড়ি।